আজ ০৫ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ঢাকা) ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় রাজধানী ঢাকার গ্রীন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রশাসন ও একাডেমিক ভবনের সামনে স্টেইজে বেলুন ও এক জোড়া পায়রা উড়িয়ে কেক কেটে অনুষ্ঠান উদযাপিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিআইইউ অর্থাৎ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের শ্রদ্ধেয় সকল শিক্ষকগণ, কর্মকর্তা, সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীরা শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেমেদ্বীন সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী স্যার সহ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়া। এ সময়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আরশেদ আলী মাতুব্বর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল, সহকারী রেজিস্ট্রার গুলশান আরা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আহমেদসহ অনান্য সকল কর্মকর্তা, কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য সত্যিই মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তিনি তাঁদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সকলের সহযোগিতায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ১৭তম বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশনের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।
বলা বাহুল্য যে, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যা প্রায় দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন শিক্ষক, শিক্ষিকা কর্মরত আছেন ও প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করছেন। যেখানে রয়েছে চারটি ডিপার্টমেন্ট। তার মধ্যে অন্যতম আইন বিভাগ, ইংরেজি সাহিত্য বিভাগ। বিবিএ ডিপার্টমেন্ট ও ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্ট রয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ০৫ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু করে। এই বিশ্ববিদ্যালয়টি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরা ভালো লাগা অনুভব করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
৪২৩ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
৫৩০ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৫৫ দিন ৪৪ মিনিট আগে
৫৬৬ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬৬৩ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৭৫ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৮৩ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
৭৩৫ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে