গতকাল ১৩ই সেপ্টেম্বর ২০২২ (মঙ্গলবার) বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং এণ্ড ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান আহমেদ ও সহযোগী অধ্যাপক ড. জুলফিকার হাসান (ফিন্যান্স) ডিবিএ ।
উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আরশেদ আলী মাতুব্বর। যিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন হিসেবে নিযুক্ত রয়েছেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. আমিনুল হক ভূইয়া বলেন, সময়ের মূল্যের দিকে তাকিয়ে কাজের ধারাবাহিকতা রক্ষা এবং সকল কাজকে নিজের কর্ম মনে করে কাজের গতিশীলতা বজায় রাখতে হবে। সেইসাথে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ দেশের সম্পদে পরিণত হওয়ার আহবান জানিয়েছেন।
সেমিনারে সভাপতি বলেন , ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষার্থীকে তাদের জীবন সম্পর্কে ধারণা এবং ভবিষ্যৎ কর্ম পন্থা বিষয়ে অনুধাবন করতে হবে। সেই আলোকে নিজেকে এবং নিজের কাজকে গুছিয়ে নেওয়ার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে হবে।
এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যান্য অতিথিরা বক্তব্য রেখেছেন। কীভাবে মার্জিতভাবে চাকরির ইন্টারভিউ ফেস করব এ বিষয়ের উপর বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জনাব সুলতান আহমেদ (মার্কেটিং) ডি.বি.এ
কীভাবে কার্যকরভাবে ইন্টার্নশিপ রিপোর্ট লিখবেন এ সম্পর্কিত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জুলফিকুর হাসান (অর্থ) ডিবিএ
উক্ত সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিবিএ ৪০ ব্যাচের শিক্ষার্থী লিটিল মাহমুদ।
৪২৩ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
৫৩০ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৫৫ দিন ৪৫ মিনিট আগে
৫৬৬ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৬৩ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৭৫ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৮৩ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৭৩৫ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে