প্রকাশের সময়: 05-09-2023 05:50:43 am
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা অফিসে ইউএনও এর সাথে সাক্ষাতের জন্য কয়েকজন তরুণ অপেক্ষমান। সচারচর অফিস প্রাঙ্গনে সংঘবদ্ধ তরুণদের এমন দৃশ্য দেখা যায় না। ইউএনও এর কাছে তাদের আসার আগমন জানলাম এক অসহায় ভূমিহীন পরিবারের জন্য একটি সরকারি ঘর বরাদ্দের আবেদন নিয়ে। তাদের পরিচয় তারা " ঈশ্বরগঞ্জ পরিবার" নামে সংগঠনের প্রতিনিধিদল । যতটুকু বুঝলাম ইউএনও বেশ সদয় ও কর্মঠ। কেননা তরুণ এই প্রতিনিধি দলের সাথে আলোচনা করার জন্য নিজ এসিল্যান্ড মহোদয়কে সঙ্গে নিলেন। প্রশাসনের এমন গুরুত্ব দেয়া নিশ্চয়ই এই তরুণদের আরেকটি অনুপ্রেরণার নাম। প্রশাসন ও তরুণদের সমন্বয়ের গুরুত্ব বুঝাতে এতক্ষন আলোকপাত করলাম।
এরকম হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারুণ্যের মানবিকতা বার্তা ছড়িয়ে দিচ্ছে রাজীব, রাজু, নয়ন সহ সংগঠনটির প্রতিটি সদস্য। "ঈশ্বরগঞ্জ পরিবার" সংগঠনের কাজগুলো পরিচালিত হচ্ছে মূলত দুইভাবে। একটি অনলাইন ভিত্তিক আরেকটি অফলাইন ভিত্তিক।
যেমন একজন একটি বিষয় সম্পর্কে জানতে চান, তখন এই ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। তারপর এ বিষয়ে জ্ঞাত কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করে পোস্টকারীর কাছে পৌছানো। আবার এমনও হয় কোনো অসহায় ব্যক্তির জন্য অর্থের জোগাড় করা হয়। ফেসবুক যে মানুষের এত উপকারে আসতে পারে তার বাস্তব প্রমাণ দিচ্ছে " ঈশ্বরগঞ্জ পরিবার" প্ল্যাটফর্মটি।
এখন আসি এদের অফলাইন ভিত্তিক কাজ সমূহে। শীতার্থদের কম্বল বিতরণ, এতিম শিশুদের পড়াশোনা,ঈদ সামগ্রী বিতরণ, ঘর নির্মাণ থেকে শুরু করে আরো বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত রেখে মনের খোরাক জোগায় সংগঠনের প্রতিটি তরুণ সক্রিয় কর্মী। সংগঠনের মুখপাত্র রাজীব কাছে এমন মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখার মূলমন্ত্র জানতে চাইলে তিনি জানান ," মানুষের পাশে এসে দাঁড়ানোর আত্মতৃপ্তির মায়ায় পড়ে গিয়েছি, কর্মব্যস্ত জীবনে প্রবেশ করলেও সেই মায়ার কারণে ফিরে আসি বারবার। আমাদের প্রতিটি সদস্যের বয়সের পার্থক্য কিছুটা হলেও মানবিকতার বার্তা ছড়াতে আমরা যেন এক সূত্রে গাথা।
প্রতিবন্ধকতা ও সংগঠনটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, " আমরা যেহেতু সবাই কোন না কোনভাবে শিক্ষার্থী, সেই দিক থেকে আমাদের আর্থিক ফান্ড তেমন আশানুরূপ নয়। আমাদের সাধ আছে অনেক কিছু করার। বিগত বছরগুলোর মতো উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে সরকারের বিভিন্ন প্রকল্পকে সাহযোগিতা করতে পারব ও মানব সেবার আত্মতৃপ্তি পাব।
সত্যিই তো মানুষ মানুষের জন্য । তাইতো মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে গোটা কয়েক সংঘবদ্ধ তরুণ। তারাই তো একদিন নির্মাণ করবে মানবতার আধার সোনার বাংলা ।
২ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে