বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।যেখানে সভাপতি হিসবে নেতৃত্ব দিবেন মোঃ রমজান হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদকে আলবীর ইসলাম।গত ১৩ জানুয়ারি অ্যাসোসিয়েশনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মাসুদ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটি গঠনে সম্মতি প্রকাশ করে স্বাক্ষর দেন সাবেক সভাপতি আরিফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মির্জা রবন।
নবগঠিত কমিটির সভাপতি বলেন, ঢাকা জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে সবসময় জেলা সমিতি ছিল। সেই ধারা অব্যাহত থাকবে বরং আমি আশা রাখি এই ধারা আরও বেগমান করে জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করব।
সাধারণ সম্পাদক জানান, নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত হতে পেরে কৃতজ্ঞতা জানাই ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মানিত ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ স্যারকে। দীর্ঘদিন যাবত এই সংগঠনটি অচল পড়ে ছিল। আশা করছি সবার সহযোগিতায় সংগঠনটিকে আবার চলমান করতে পারব। ধন্যবাদ জানাই তাদেরকে যারা সবসময় পাশে ছিলেন।
১১ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১১৮ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে
১৫৫ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫৫ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৯২ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
২২৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
২৪৬ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
২৬২ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে