ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের হিরণ পয়েন্টে বাসের ধাক্কায় মাইসা ফৌজিয়া মিম নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ ব্যাচের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বুধবার রাত ৯ টা ২০ মিনিটে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রিপন জানান, মাইসা রাস্তা পার হচ্ছিল ঠিক সেই সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে বাসটি তীব্র গতিতে এসে মাইসাকে ধাক্কা দেয়। এসয়ম তিনি রোডে ছিটকে পড়ে তার মুখ থেতলে যায় এবং মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়।
ওই শিক্ষার্থীকে তৎক্ষণাৎ বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরিপেক্ষিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল - পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে পরে ঘাতক বাসটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে। বাসটির নাম্বার ঢাকা মেট্রো- ব ১২:২২১৩। চালকের নাম মো: জমির হোসের। তার ড্রাইভিং নাম্বার PK0004780L00009।
৯ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
১১৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫৩ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫৩ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
১৯১ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
২২৫ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৪৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৬১ দিন ৪২ মিনিট আগে