বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বেলা ১২ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত সকলে বর্তমানে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসানের সরকারি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিসান - আরিয়ান পরিবহন নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম জানান, সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে বরিশাল - পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।খবর পাওয়া মাত্রই আমি সেখানে উপস্থিত হই।দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ তার পরিবারের দুজন সদস্য এবং বাসে আরোহী আমাদের এক শিক্ষার্থী সহ আরো সাত - আটজন আহত হয়।বন্দর থানার ওসি এম আর মুকুলের সহযোগিতায় আমরা আহতদের উদ্বার করে হাসপাতালে পাঠিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন তানভীর কায়সার বলেন, দূর্ঘটনায় আহত আমাদের শিক্ষার্থী ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত রয়েছেন। তার নাম তাবাসসুম ইসলাম। নগরীর রূপাতলী থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে সে বাসের আরোহী হয়।প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসক অন্য আহতদের সঙ্গে তাকেও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
১১ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১১৮ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫৫ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
১৫৫ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১৯২ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
২২৭ দিন ৪২ মিনিট আগে
২৪৬ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬২ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে