◾তানভীর আহমেদ রাসেল : ২০১৩ সালের ১৫ তম বিভাগ হিসেবে আত্নপ্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ। প্রতিষ্ঠার প্রায় ১০ বছর পর ইতিমধ্যে দুইটি ব্যাচ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করছে। বিদায়ী দুটি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার উদ্যেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অ্যালামনাই শিক্ষার্থীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা ও বিভাগকে এগিয়ে নিতে নানান পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ বলেন, বিভাগকে সামনে এগিয়ে নিতে রিসার্স ওরিয়েন্টেড কাজগুলো আরো বেশি জোরদার করা হবে। পাশাপাশি ফার্মেসী বিভাগের উত্তরোত্তর উন্নতির জন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা অব্যাহত থাকবে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ দেবনাথ, বিভাগের শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস, রাফেজা খাতুন, জয় চন্দ্র রাজবংশী, হালিমা আক্তার ও বিদ্যুৎ কুমার সরকার।
৯ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে