গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

কুবিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা ও ইফতার আয়োজন



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী, যা পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সম্মিলিত ইফতার আয়োজন করা হয়।
বুধবার (৫ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আজাহার উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান। এছাড়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, “রোজা কেবল উপবাস থাকার নাম নয়, বরং পানাহার, কামাচার ও পাপাচার—এই তিনটি বিষয় থেকে বিরত থাকার মাধ্যম।” তিনি রমজানে দান-সদকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা-মাতার সাথে সদাচরণের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, “রমজানের সঠিক শিক্ষা ও প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে যথাযথ উপকার নিতে পারি না। তরুণ বয়সে ইবাদতের অভ্যাস গড়ে তুললে তা সারাজীবন কাজে আসে।”

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “রমজানকে আরও অর্থবহ করতে হবে। প্রতি বছর এমন আয়োজন হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।”

বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম বলেন, “১৬ বছরের ইতিহাসে এমন বৃহৎ আয়োজন আগে হয়নি। তাই আমি ক্লাবের সভাপতি কায়েস ভাইকে আহ্বান জানাই, যেন তারা প্রতি বছর এমন উদ্যোগ গ্রহণ করেন।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ওবায়দুল্লাহ খান বলেন, “আজকের আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়েছে। প্রায় এক হাজার শিক্ষার্থী একসঙ্গে ইফতার করেছে, যা আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। পাশাপাশি রমজানের ফজিলত সম্পর্কেও জানতে পারলাম।”

কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আহ্বায়ক কায়েসুর রহমান জানান, ক্লাবটি কুরআনের জ্ঞান প্রচার এবং ইসলামিক সংস্কৃতি চর্চায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অনুপ্রেরণাদায়ক।
তিনি আরও জানান, ক্লাবের পরবর্তী প্রকল্প কুরআন বিতরণ, যা আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। এ প্রকল্পের মাধ্যমে অন্তত ৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভা ও ইফতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রমজানের তাৎপর্য সম্পর্কে সচেতন হন এবং ইবাদতের প্রতি অনুপ্রাণিত হন। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আরও খবর






কুবিসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে