কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এবং ওভাই সলুসন্স লিমিটেডের মধ্যেজিপিএস ট্র্যাকার সার্ভিস সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ওভাই সলুসন্স লিঃ এর পক্ষে স্বাক্ষর করেন ডিজিএম মোঃ মাহবুবুর রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া এবং ওভাই সলুসন্স লিঃ এর এসিস্ট্যান্ট ম্যানেজার খালিদ হাসান।
এই চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যানবাহনগুলোর অবস্থান সহজেই ট্র্যাক করতে পারবেন। পাশাপাশি, বাস কখন ছাড়বে, কোথায় রয়েছে এবং গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগবে—এসব তথ্যও জানা যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও চালক ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, ইঞ্জিন নিয়ন্ত্রণ ও ২৪ ঘণ্টা পরিবহন ব্যবস্থাপনা নজরদারি করতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই প্রযুক্তির সংযোজনের ফলে পরিবহন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর হবে, যা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে।
উল্লেখ্য,নতুন এই পরিষেবাটি ব্যবহার করতে স্মার্টফোনে "ObhaiVTS" ট্র্যাকার অ্যাপ ইনস্টল করতে হবে।