চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ঘুরতে এসে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের নাম জুনায়েদ হোসেন রিমন (১৩) চট্টগ্রাম (বানিজ্যিক রাজধানী) নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে সেই ঝর্ণায়। দিনদিন যেন মৃত্যুকুপে পরিনত হচ্ছে চবির সেই প্রাকৃতিক সৌন্দর্যের অংশটি। অনেককে সাতার না কাটতে পারায় কিংবা অন্য কারনে নিথর দেহে ফিরতে হচ্ছে। দু'এক বছর পর পরই এমন মৃত্যু শিরোনাম হয়, তবে সাধারণতা অবলম্বন না করায় মৃত্যুর অঙ্কটা বাড়তেই আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি বিংবা শক্ত পদক্ষেপের অভাবে বেড়েই চলছে মৃত্যুর অঙ্ক।
এর আগে১৩ জুলাই২০২০ দুপুর সাড়ে এগারোটায় সাইফুর রহমান মুন্না নামে স্থানীয় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। ১৬ অক্টোবর ২০২২ সালে গোসল করতে এসে জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। নিহত জিসান চট্টগ্রাম নগরীর রেলওয়ে পাবলিক হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। ঘুরতে গিয়েছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের ২০১৪-১৫ সেশনের সাত শিক্ষার্থী। পানিতে গোসল করে ওঠার সময় পা পিছলে পড়ে যান পাঁচজন। তাদের মধ্যে তিনজন সাঁতরে ওপরে উঠতে পারলেও বাকি দুজন পাবেল ও রিফাত পানিতে তলিয়ে যান।
এছাড়া ২০১৩ সালের ৩০ জানুয়ারি চারুকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঝরনায় বেড়াতে গিয়েছিল, ফেরার পথে পা পিছলে খাদে পড়ে নিহত হয়েছিল সালমান জাহান বাদল।
বিষটির আরো শক্ত পদক্ষেপ নিয়ে চবি প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যস্ততার কারণে ফোন রিসিভ করেন নি।পরবর্তীতে সহকারী প্রক্টর এনামুল হক বলেন বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো দ্রুত একটা সমাধান আসবে।
বিষয়টি নিয়ে চবি উপাচার্য প্রফেসর ড.আবু তাহের স্যারের সাথে কথা বললে তিনি জানান আমি ডুবুরির সাথে কথা বলে জানতে পেরেছি ঝর্ণায় বড় বড় পাথর থাকায় সেই পাথরের ভেতর হয়তো আটকা পড়ে মৃত্যু হয় ভুক্তভোগীর। সেই পাথর গুলো সরানোর ব্যবস্থা করলে ভালো হতো,পানির প্রবাহ বন্ধ করে কাজ করলে ভালো হতো,সেই পানির প্রবাহ বন্ধ করাটাও ত সহজ না।
এছাড়া তিনি আরো বলেন সেখানে প্রবেশের বিধিনিষেধ ত' আছেই।
২৫ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৪ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭২ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৯২ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৪ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৫ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০০ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে