অ্যালার্জি এখন খুবই পরিচির ও সাধারণ একটি সমস্যা। প্রতিটি পরিবারেই কেউ না কেউ অ্যালার্জিতে আক্রান্ত।এক এক জনের অ্যালার্জির ধরন এক এক মতো।
কারো চোখে,কারো ফুসফুসে(কাসি হয়),কারো স্কিনে। পরিবেশ ও বিভিন্ন খাবার থেকে অ্যালার্জি হয়ে থাকে।
কারও দুধে এলার্জি, কারও বিশেষ কোন সবজি কিংবা ফলে, আবারও কারও ধুলোবালিতে। একজনের যে খাবারে অ্যালার্জি হয়, অন্যজনের সেই খাবারে না ও হতে পারে। জেনে নিন যে খাবারে বিশ্বের সবচেয়ে বেশী মানুষ অ্যালার্জিতে ভুগে।
অ্যালার্জি আছে এমন খাবারের তালিকা -
ফলঃ
১.আনারস
২. ডাব
৩.কলা
৫.পেস্তা
৬.খেজুর
৭.বাদাম(সব বাদামে না)
শাকসবজিঃ
১.কুমড়া
২.পুইশাক
৩.কচু
৪.মশুর ডাল
৫.বাঁধাকপি
৬.ফুলকপি
৭.টমোটো
৮.লাল-আলু
৯.কাঁকরোল
১০.স্ট্রবেরি
১১.সয়া
১২.বেগুন
১৩.গাজর
মাংস,মাছ, দুধ ও ডিমঃ
১.গরুর মাংস
২.গরুর দুধ
৩.হাঁসের মাংস
৪.হাঁসের ডিম
৫.পোলট্রি মুরগির মাংস ও ডিম
৬.চিংড়ি মাছ
৭.শুঁটকি
৮.সামুদ্রিক মাছ,কাঁকড়া
৯.টুনা মাছ
১০.স্যালমন মাছ
১১.ডিম ইলিশ
১২.বোয়াল মাছ
আটা ও তৈরি খাবারঃ
১.পাউরুটি
২.গমের আটা
৩.খিচুড়ি
৪.ফ্রিজের ঠান্ডা খাবার ও পানি।
খাবার ছাড়াও অ্যালার্জি হওয়ার আরো অনেক কারন আছে যেমন-
১.অনেকের বিভিন্ন ফুলের রেনুর সংস্পর্শে আসলে অ্যালার্জি বাড়ে।
২.ধুলাবালি,তুলা ও সুতার টুকরা থেকেও অনেকের হয়।
৩.ধোয়া ও খাবার তৈরীর সময় ঐ স্থানে উপস্থিত থাকলে।
মাসুম বিল্লাহ
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ট্রাডিশন মেডিসিন প্রভাইডার
২৫ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭২ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৯২ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯৪ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৯৫ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০০ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে