ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাব কতৃক বিভাগের ৪১ ও ৪৩ তম বিসিএসের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার (৩রা মার্চ) বিকেল ৪ টায় আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শবনম শেহনাজ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের প্রবীন অধ্যাপক প্রফেসর ড. ইব্রাহিম ও প্রফেসর ড. মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ৪১ তম ও ৪৩ তম বিসিএসে এডমিন,ট্যাক্স, শিক্ষাসহ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সদ্য সুপারিশ প্রাপ্ত ক্যাডারগণ তাদের স্মৃতিচারণ করেন। অতিথিগণ বিভাগ ও বিভাগের ক্যারিয়ার ক্লাব কর্তৃক এমন একটি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তবে তারা যারা সুপারিশ প্রাপ্ত হয়নি বা সদ্য বিদায়ী মাস্টার্স, বর্তমান মাস্টার্স ও অনার্সের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাবের সম্মানিত সভাপতি শ্রাবনী আক্তার ও সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান শিক্ষার্থীদের দিয়ে তাদের এমন আরো অনেক উদ্যেগ ও বিভিন্ন সেমিনার আয়োজনের কথা তুলে ধরেন। পাশাপাশি বিভাগের সম্মানিত অতিথি ও সদ্য সুপারিশ প্রাপ্ত ক্যাডারদেরকে আগামী যেকোন উদ্যোগে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।
১৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৯ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৭২ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৯১ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১১৯ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯২ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯৪ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে