সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও লেখা প্রদর্শনী অনুষ্ঠিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-01-2025 02:28:35 pm

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ‘নবীনবরণ ও লেখা প্রদর্শনী’ আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান এএফপি’র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম অনুষ্ঠান সঞ্চালন করেন।


উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, লেখকরা সমাজের বিভিন্ন চিত্র লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। লেখালেখির মাধ্যমে সৃজনশীল চিন্তার জগৎ প্রসারিত হয় ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও স্বীকৃতিও মেলে। শিক্ষার্থীদের এধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানসম্মত লেখা প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখালেখির এমন প্ল্যাটফর্ম খুবই জরুরি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে ক্যারিয়ারও অনেক সমৃদ্ধ হয়। এত এত শিক্ষার্থী লিখতেছে, লেখার প্রতি আগ্রহ প্রকাশ করছে এটা আনন্দের। এখান থেকেই আগামীতে দেশসেরা লেখক এবং সাংবাদিক তৈরি হবে। তিনি লেখালেখি বিষয়ক দিকনির্দেশনা ও লিখতে উৎসাহিত করেন।


এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘লেখা প্রদর্শনীর’ উদ্বোধন করেন। তরুণ লেখকদের নির্বাচিত লেখা নিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়।

আরও খবর

ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৯৩ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে