নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার ২০২৫ সালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ ফরিদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) সকালে বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ভোটার ছিলেন মোট ৫৪৭ জন।
ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মাঈন উদ্দিন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ বেলায়েত হোসেন নির্বাচিত হন।
৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও বাকি ৪৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহম্মেদ জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এই সংগঠন আমাদের সকলের। আমরা সবাই মিলে প্রাথমিক শিক্ষকদের স্বার্থে কাজ করে যাবো।”
নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাঈন উদ্দিন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
১১ ঘন্টা ২২ মিনিট আগে
১১ ঘন্টা ২২ মিনিট আগে
১২ ঘন্টা ৩ মিনিট আগে
১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৭ মিনিট আগে