চট্টগ্রাম জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আধুনগর ইসলামিয়া (ডুসাআই'র) ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ইমরান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে আরবি বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান মানিক মনোনীত হয়েছেন। তারা দুইজনে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ শুক্রবার (২২ মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ।
ডুসাআইয়ে উপদেষ্টা ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ রিফাত।
ডুসাআইয়ের উপদেষ্টা আবু সিদ্দিক আল আজাদ বলেন, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা হচ্ছে আমাদের শিকড়। এখান থেকে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি। আজ আমরা এই পর্যন্ত আসার পিছনে মাদরাসার ভুমিকা অনেক বেশি। তাই আমাদের ভুলে গেলে চলবেনা।
আরেক উপদেষ্টা সাদ বিন নাসির বলেন, আধুনগর ইসলামিয়া মাদরাসা থেকে আগে যেভাবে ঢাবিতে আসতো। এখন সেটা হচ্ছে না। এর পিছনে কী কারণ তা খুঁজে বের করে সার্বিক পদক্ষেপ নিয়ে আমাদের আগানো উচিত। যাতে সামনে আরো বেশি শিক্ষার্থী ঢাবিতে আসে।
আরেক উপদেষ্টা সাফওয়ান ভাই বলেন, আমাদের মাদরাসার শিক্ষার্থী হিসেবে যে পরিচয়ে আমরা এখানে এসেছি। সেই পরিচয় যেনো অক্ষুণ্ণ থাকে। আমাদের পরিচয় যেনো কখনো মলিন না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে।
ডুসাআইয়ের সাবেক সভাপতি আব্দুল হাই মুহাম্মদ সায়েম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল কায়েস সিয়াম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে আবু সিদ্দিক আল আজাদ এবং সাদ বিন নাসিরের হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির ইসলামিয়ান শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি আধুনগর ইসলামিয়ায় শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।
১৭ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৯ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৭২ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৭৩ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৯১ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১১৯ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৯২ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯৪ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে