যুবক ও কিশোরদের মাঝে বৃক্ষরোপণের অনুপ্রেরণা যোগাতে "সবুজায়নে বৃক্ষরোপণ" প্রতিপাদ্য ধারণ করে "পূর্বষাট্টি ওয়েলফেয়ার ফাউন্ডেশন" পূর্বষাট্টি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ফয়সাল আহাম্মদ, মো. আহসান হাবীব, মোহাম্মাদ শাহরিয়ার, মো. ফজলুল হক, মো. ফজলে রাব্বি, মো. আবু বকর সিদ্দিক বাবু, মো. নূর ইসলাম ও সজীব হোসাইনসহ কুইজ ও বৃক্ষরোপণ অংশগ্রহণকারী আরো অনেকে। এই কর্মসূচির আওতায় এই বছর পূর্বষাট্টির বিভিন্ন স্থানে প্রত্যেক যুবক ও কিশোর অন্তত একটি করে গাছ রোপনের প্রত্যয় ব্যাক্ত করে। এছাড়াও ''কুইজ প্রতিযোগিতা ২০২৪" শিরোনামে মুক্তিযুদ্ধ, ঐতিহ্য ও সমসাময়িক বিষয় নিয়ে ইদের নামাজান্তে দক্ষিণ পূর্বষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে আয়োজন করে। যেখানে অত্র এলাকার ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে অনন্য স্থান অধিকারী করেন মো. রায়হান, মো. রাকিব হোসেন ও মো. ফাহিমুল হক রাফি। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন ফাউন্ডেশনের পক্ষ হতে কার্যনির্বাহী পরিষদ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মো. ফাইজুল ইসলাম বলেন, এধরণের কর্মসূচি নিয়মিত চালু থাকলে কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, "পূর্বষাট্টি ওয়েলফেয়ার ফাউন্ডেশন" " ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রীতি ফুটবল টুর্নামেন্ট, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি মানসিক বিকাসমূলক, দুস্থদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা ও সাংস্কৃতিক বিকাশে নানান কার্যক্রম পরিচালনা করে আসছে।
১৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৯ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৭২ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৯১ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১১৯ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯২ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯৪ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে