সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামে একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে ই জন্মগ্রহন করেন গোবিন্দ লাল গাইন। এই গ্রামের ছায়া ঢাকা পথে প্রান্তরে , অনাবিল পরিবেশে বেড়ে উঠেন তিনি। অবশেষে তিনি হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।
বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসে পরিচালক পদে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে গত ৩ রা মে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে হিউমান রিসোর্সস ডিপার্টমেন্ট এ সংযুক্ত করা হয়েছে। রবিবার ৭ ই মে "Bangladesh Bank Department of Communications and Publications "থেকে এই তথ্য জানানো হয়েছে। গোবিন্দ লাল গাইন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন। এর আগে যুগ্ম পরিচালক হিসেবে বরিশাল অফিসে কর্মরত থাকাকালীন পি এ ডি চালু ও পাইওনিয়ার হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে পি এ ডি ও ক্যাশ বিভাগের সাথে নেটওয়ার্কিং সংক্রান্ত কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এজন্য কাজের স্বীকৃতিস্বরূপ তাকে গভর্নর কর্তৃক অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান এ বি এস সি (Honours ) এবং এম এস সি (Masters) ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পি জি টি (IT) এবং এম বি এ ডিগ্রী নেন। পেশাগত দায়িত্ব পালন কালে তিনি মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা সফর করেন। ব্যক্তিগত জীবনে গোবিন্দ লাল গাইন দুই ছেলের বাবা ছিলেন।
১ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে