সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষের প্রতি নিতান্তই উদাসীন স্বভাবের মানুষগুলো কখনোই কাউকে ধরে রাখা কিংবা ভালো রাখার ক্ষমতা রাখে না।
এরা তীব্র যন্ত্রণা দিতে জানে,তবে খুব শক্ত করে ধরতেও জানে না,আবার নিজে থেকে সরে আসতেও দেয় না!
উদাসীন মনা কিংবা স্বভাবের মানুষগুলো মূলত নিজেরা আসলে কি চায়,এটা তারা নিজেরাও ভালো জানে না।এ স্বভাবের মানুষগুলোর সাথে সম্পর্ক হলে,সে সম্পর্কে কখনোই ভালো থাকা যায় না!
এরা অভিমান বোঝে না,মানুষ আর ভালোবাসার মূল্য বোঝে না,একাকিত্বের যন্ত্রণা বোঝে না,বোঝে না অপেক্ষায় পড়ে থাকার কষ্ট!এরা সম্পর্কে জড়ায়,তবে সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষের প্রতি কখনোই যত্নশীল হয় না।
এরা সম্পর্কের মানুষটাকে অবহেলায় ফেলে রাখে,ঠিক যেমন প্রয়োজন শেষে টিস্যুকে ফেলে দেয় মানুষ।
এদের জন্য যতই স্যাক্রিফাইস করা হোক না কেন,এরা স্বভাব বদলাতে জানে না।মানুষ ধরে রাখার ইচ্ছে কিংবা ক্ষমতা এদের নেই। এরা পৃথিবীতে আসেই কেবল মানুষকে ভয়ংকর অবহেলা করার ক্ষমতা নিয়ে!মানুষকে প্রেম,ভালোবাসা,যত্ন,সময়,আদর দিয়ে ধরে রাখাটা, অন্তত এ স্বভাবের মানুষদের থেকে আশা করা যায় না–উহু,একদমই যায় না!
লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি।
১ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে