যে মানুষগুলো শুধুমাত্র একটু আদর-যত্ন,ভালোবাসা এবং বিশ্বস্ততার কাঙ্গাল হয়,বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভাগ্যে এগুলোর কোনোটাই জুটে না!যে মানুষগুলো অল্পতেই সন্তুষ্ট থাকতে জানে,সেই মানুষগুলোর ভাগ্যে অল্পটুকুও জুটে না!
এমন মানুষগুলোর চাহিদা থাকে খুবই সীমিত,তবে তাদের সীমিত চাহিদা গুলোও পূরণ হয় না কখনো কখনো!তারা কারো সাথে প্রতারণা করে না ঠিকই,তবে তারাই বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হয়!
এমন মানুষগুলো তীব্র ভাবে ভালোবাসতে জানে।সামান্য একটু আদর-যত্ন কিংবা ভালোবাসা পেলে তারা নিজেকে বিলিয়ে দেয়!
এমন মানুষগুলো কারো না কারো কাছে নিজেকে জমা রাখতে চায়,কারো মাঝে প্রবল আসক্ত হতে চায়।তবে এমন মানুষগুলোর মাঝে সচরাচর কেউই আসক্ত হতে পারে না!তাদের মনটা বুঝার চেষ্টাটুকুও করে না কেউ!
দিনশেষে সামান্য একটু আদরযত্ন কিংবা ভালোবাসা চেয়েও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে,ঠিক তখনই অভিমান করে।তবে এমন মানুষগুলোর অভিমান ভাঙ্গানোর কেউ থাকে না।এরা হুটহাট অভিমান করে।আর দিনশেষে নিজের প্রতি নিজের অভিমানের অনলে নিজেই পুড়তে থাকে!
এমন মানুষদের মন ভালো রাখারও কোনো অবলম্বন থাকে না,দিনশেষে এরা থাকে পুরোপুরি নিঃস্ব!
একটা সময় এমন মানুষগুলোই সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়।কেননা তারা জানে,পৃথিবীর কোনো সুখ তাদের জন্য নয়।তারা না কাউকে ভালো রাখতে পারে,আর না অন্য কেউ তাদের ভালো রাখার ক্ষমতা রাখে!তারা কেবল দিনশেষে নিজের অপ্রাপ্তির হিসাব এবং আক্ষেপগুলো জমা রাখে সৃষ্টিকর্তার দরবারে!
লেখক: প্রনব মন্ডল,শিক্ষার্থী & কবি ; খুলনা বিশ্ববিদ্যালয়
৬ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪২ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৪ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৯ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে