যার চাওয়া পাওয়া যত কম,
তার সুখ-শান্তি তত বেশি।
যার আ'বেগ-অনুভূতি যত কম,
তার দুঃ'খ-ক'ষ্ট তত কম।
যার মন যত ভালো,
তার জীবনে তত কালো।
যার মুখে যত হাসি,
তার দুঃ'খ তত বেশি।
যার বাহিরটা যত ক'ঠিন,
তার ভেতরটা তত নরম।
যার উপকারী স্বভাব,
তার শ'ত্রুর নেই অ'ভাব।
যার শ্রবণশক্তি যত কম,
তার শ'ত্রু তত কম।
যার বুদ্ধিমত্তা যত বেশি,
তার দায়িত্বশীলতা তত বেশি।
সৃষ্টিকর্তার উপর যার অগাধ বিশ্বাস,
পরীক্ষার নামে তার টানাটানি চলে নিঃ'শ্বাস।
যার ক্ষ'মা করার গুণ যত বেশি,
তার মা'নসিক শান্তি তত বেশি।
জীবনের কাছে যার যত অভিযোগ কম,
দিন শেষে তার স'ন্তুষ্টি তত বেশি।
লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী ; খুলনা ইউনিভার্সিটি
৬ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪২ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৪ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৬ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৯ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে