প্রিয় মানুষের কাছে কোনো মানুষই ঘন্টার পর ঘন্টা সময় চেয়ে বসে থাকে না।মানুষ তাহলে তার প্রিয় মানুষের কাছে আসলে কি আশা করে?
উত্তরটা খুবই সহজ।
মানুষ মূলত তার মানসিক শান্তির জন্য,তার মন ভালো রাখার জন্য কারো না কারো দ্বারস্থ হতে চায়।মানুষ এমন মূহুর্ত চায়,যে মূহুর্তে দাঁড়িয়ে সে মন খুলে দু-একটি কথা তার প্রিয় মানুষ কিংবা পছন্দের মানুষকে বলতে পারে।
প্রচন্ড মন খারাপে কিংবা একাকিত্বে মানুষ চায়,তার প্রিয় মানুষের সাথে সময় কাটাতে।খুব বেশিক্ষণ নয়,তবে যতক্ষণ আর কি মনে শান্তি বিরাজ না করে।
খেয়াল করে দেখবেন,
যে বা যারা আপনাকে হাসায়,আপনাকে আনন্দে রাখে,আপনাকে বুঝতে চেষ্টা করে,খারাপ সময়গুলোতে কিন্তু আপনি ঠিক তার কিংবা তাদের সঙ্গ মিস করবেন।
জানেন তো?
কখনো কখনো প্রিয় মানুষের সাথে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়াটাও আপনার মানসিক শান্তি সেই সাথে মন ভালো করে দেয়ার ক্ষমতা রাখে।
আর এই সামান্য ব্যপারটা যদি আপনার প্রিয় মানুষ কিংবা কাছের মানুষটি বুঝতে না পারে,তবে আপনার মতো হতভাগা পৃথিবীতে আর একটিও নেই।বিশ্বাস করুন,আর একটিও নেই!
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৪ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৪৪ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে