মনের বিশাল জায়গা জুড়ে তো শুধু তোমারই বসবাস,অথচ মনের খবর রাখোনি কখনো!
বুকের আষ্টেপৃষ্টে তুমিই জড়িয়ে ছিলে,অথচ বুক পকেটে কলম না রেখে দুঃখ রেখেছি;তুমি খেয়ালই করোনি!
মনের গ্রিল জুড়ে রোজ বৃষ্টি নামতো,ভিজিয়ে করে দিতো একাকার।তুমি তো মনেই ছিলে,গভীর সে বৃষ্টির জলে ভিজতে না?
কতশত নির্ঘুম রাত পেরিয়ে এ মনে কতকিছুই ভেবেছি,তুমি রেখেছো মনের খবর?রাখোনি!
আজও কান্না জমে রোজ,নিমিষেই বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয় যায় সবকিছু!তবে তুমি ভিজো না?
গত বসন্তেও মন বড্ড খারাপ ছিল, তবে তুমি দেখোনি!
বসন্ত কে*টে গিয়ে কত যুগ চলে যায়,তুমি তো এ মনেই থাকো;মনের খবর রাখো না?
শহরের ল্যাম্পপোস্টের আলোর দিকে তাকালে চোখ ঘোলা হয়ে যেত কান্নার জল জমে!তুমি তো সারাক্ষণ চোখেই থাকো,তবে কান্নার জল দেখোনি?
মনের বিশাল জায়গা জুড়ে শুধু তোমার বসবাস,অথচ মনের আন্দাজই বোঝোনা।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৩ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে