সম্পর্ক তখনই সুন্দর; যখন পরস্পর পরস্পরের Commitment ঠিক রাখে,হাজার সুযোগ থাকার পরেও পরস্পরের বিশ্বাস বজায় রাখে।
পরস্পরের মধ্যে Commitment ঠিক থাকলে,বিশ্বাস অটুট থাকলে কোনো সমস্যাই থাকে না।সম্পর্কে সন্দেহ,রাগ-অভিমান হওয়ার কারণটাই হচ্ছে; Commitment ঠিক না রাখা,বিশ্বাস না রাখা!
পরস্পরের মধ্যে Understanding এর একটা ব্যপার আছে,পরস্পরের মনের সাথে মনের Bonding হওয়ারও একটা ব্যপার আছে। এ দুটোর কম্বিনেশনেই সম্পর্কে পরস্পরের মধ্যে এক ধরনের বিশ্বাস অতঃপর প্রতিশ্রুতির ভিত্তি তৈরি হয়।যেখানে সম্পর্কে পরস্পরের কেউই যাতে কোনো কারণে কষ্ট না পায়!আর এই বিশ্বাস এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই সম্পর্ক এগিয়ে যায়,যুগের পর যুগ।
আর যখন পরস্পরের একজন কোনো কারণে তার Commitment রাখতে কিংবা বিশ্বাস রাখতে ব্যর্থ হয়,তখন অপর মানুষটা তার থেকে মুখ ফিরিয়ে নেয়!ঘৃণা কিংবা আক্ষেপে নিজেকে দূরে সরিয়ে নিতে না পারলেও,মানুষটার প্রতি কিংবা সম্পর্কের প্রতি আগের মতো গুরুত্ব কিংবা টান থাকে না বললেই চলে!
যে সম্পর্কে Commitment কিংবা বিশ্বাসের কোনো মজবুত ভিত্তিই নেই, সেখানে সম্পর্ক কেবলই দায় মাত্র!সেই সম্পর্কে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে,আঘাত দিচ্ছে,বারবার একই ভুলে পুনরাবৃত্তি ঘটাচ্ছে!অতঃপর সন্দেহ,ঝগড়া,রাগ-অভিমানে সম্পর্কে তিক্ততা বাড়িয়ে যে যার মতো করে চলে যাচ্ছে!
এ যুগে সবচেয়ে কঠিন কাজ তো হচ্ছে;নিজের দিক থেকে বিশ্বস্ত এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করা!নিজের Commitment নিজের দিক থেকে ঠিক রেখে চলাটা প্রতিটি সম্পর্কে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ!
সম্পর্কে তারাই সবচেয়ে সুখী,যারা পরস্পরের কাছে বিশ্বস্ত।আর পরস্পরের কাছে পরস্পরের বিশ্বস্ততা অর্জন করতে গেলে সবার আগে নিজের Commitment ঠিক রাখতে হয়!যারা ঠিক রাখতে পারে,তাদের সম্পর্কগুলোই টিকে।আর যারা পারে না;তারা কেবল নিত্য নতুন সম্পর্ক গড়ায় ব্যস্ত থাকে,তাদের কাছে Commitment কিংবা বিশ্বাসের কোনোই Value নাই !
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৩ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে