আচ্ছা,একটা কথা ভেবে বলুন তো;
একই সম্পর্কে একজন নিজের দিকটা পুরোপুরি ঠিক রাখে,আর অপরজন মানসিক ভাবে ভেঙ্গে পড়ে কেন?
পৃথিবীর কোনো সম্পর্কেই পরস্পরের কখনোই একই রকম অনুভূতি থাকে না।সে ক্ষেত্রে উনিশ-বিশ হতেই পারে অনুভূতির।কিন্তু যখন তা ষোলো-বিশের ব্যবধান হয়ে যায়,ঠিক তখনই অপর মানুষটা মানসিক ভাবে ভেঙ্গে পড়ে!
মানুষ যাকে মন থেকে ভালোবাসে,তার প্রতি মানুষের অভিমান-অভিযোগ থাকাটা স্বাভাবিক।তবে মানুষের আক্ষেপটা ঠিক কোন জায়গায় জানেন?
যখন একই সম্পর্কে থেকে একজন পুরোপুরি মানসিক ভাবে ভেঙ্গে যেতে থাকে,আর অপর মানুষটা দিব্যি তার দিক থেকে ভালো থাকে।পৃথিবীতে প্রেম-ভালোবাসার সম্পর্কে বিষাদ,একাকিত্ব,রাগ-অভিমান,ভুল বোঝাবুঝি,বিরহ থাকেই। দুঃখ ছাড়া ভালোবাসা হয় না।কিন্তু তাই বলে এটা যে শুধু একজনের বেলাতেই হবে,তা কিন্তু নয়।
সম্পর্কের প্রতি যার কোনো টান নেই,গুরুত্ব নেই,আদৌ ভালোবাসাটুকুও নেই,সে কখনোই সম্পর্কের টানাপোড়নে ভেঙ্গে পড়বে না!বরং সেই মূলত সম্পর্ক নষ্ট করার মূল কারিগর।সম্পর্কের প্রতি যে বেশি সিরিয়াস থাকে,সেই মানসিক ভাবে বেশি ভেঙ্গে পড়ে।
একটা কথা মনে রাখবেন,
শুধু মুখে মুখে আপনি যে কাউকে "ভালোবাসি" বলতেই পারেন,কিন্তু মন থেকে তাকে ভালোবাসাটা এত সহজ নয়।নিজের মনটাকে ঠিক একটা মানুষের প্রতি স্থির রাখাটা বড্ড কষ্টসাধ্য ব্যপার এই যুগে।দিনের পর দিন,মাসের পর মাস,বছরের পর বছর একসাথে থেকেও মানুষ কখন অপর মানুষটার প্রতি কিংবা সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে বসে থাকে,তা সে নিজেও জানে না!
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪১ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে