আজকাল ভালোবাসা একপ্রকার বিজনেস হয়ে গেছে!কাউকে ভালোবাসার আগে মানুষ সবসময় ভেবে নেয়,তার সেখানে লাভ কিংবা প্রাপ্তি ঠিক কতটুকু।কাউকে কোনো ভাবে হেল্প করার আগেও মানুষ ভাবে,সেখান থেকে তার কোনো প্রাপ্তি কিংবা লাভ আসবে কিনা।
ভালোবাসা এবং সম্পর্ক যখন কেবল স্বার্থে ব্যবহৃত হয়,তখন সেখানে মায়া,আন্তরিকতা কিংবা সম্মানবোধ কাজ করে না!কাউকে নিঃস্বার্থ ভাবে কেউ ভালোবাসতে পারে না আজকাল।
সম্পর্কে নিজের আবেগ,সময়,অনুভূতি,বিশ্বস্ততা ঢেলে দিয়ে কেউ সেই সম্পর্ককে সুন্দর করার চেষ্টা সহজে করে না।যখন বুঝতে পারে,সেখানে তার কোনো প্রাপ্তি নেই,তখন থেকেই অবহেলা কিংবা অসম্মান করা শুরু করে দেয়।
আজকাল পৃথিবীর সব সম্পর্কে মানুষ একটা না একটা লাভ কিংবা প্রাপ্তি খুঁজে।অপ্রাপ্তির নিশ্চয়তা যেন মানুষ নিতেই পারে না।অথচ কাউকে ভালোবাসতেই হয় অপ্রাপ্তির নিশ্চয়তা নিয়েই।
পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে যারা ভালোবাসে,তারা নিশ্চিত ভাবে আঘাতপ্রাপ্ত হয়!আর সেই পরিপ্রেক্ষিতে মানুষ ভালোবাসা,সময়,যত্ন এসব কাউকে বিলিয়ে দেয়ার আগে,নিজের লাভের বিষয়টা ঠিক ভেবে নেয়।আর তাতে একপক্ষ লাভবান হলেও,অপরপক্ষ ঠিক নিঃস্ব হতে থাকে!
লেখক : প্রনব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪১ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে