খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আজ ১৭ জানুয়ারি (বুধবার) ১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম, প্রফেসর ড. সাবিহা সুলতানা ও প্রফেসর ড. দেবেশ দাস। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দিশা মল্লিক ও মো. আব্দুল্লাহ হাসান রাজু। আরও বক্তব্য রাখেন ২০ ব্যাচের মেঘনা খাতুন, ২২ ব্যাচের তানভীর বিন মুহিত, সুরাইয়া খানম আনিসা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক, কুইজ, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক অভিনয়, সঙ্গীত (দেশাত্মবোধক ও আধুনিক), উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি), ধারাবাহিক গল্প বলা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
১ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে