আমার একটা ভু'লে যাওয়ার অ'সু'খ হোক! বদলে যাওয়া, হারিয়ে যাওয়া, অচেনা তুমিটার শো'ক, ভুলে যাওয়ার তী'ব্র অ'সু'খ হোক!
আমি চাইনা তোমাকে এক নজর দেখতে না পাওয়ায় আমার দুনিয়াটা আর আ'ন্ধা'র, আ'ন্ধা'র লা'গু'ক, আমি চাইনা তোমার ফোনের অপেক্ষায় আমার সারাটা দিন বৃ'থা কা'টু'ক, আমি চাইনা তোমাকে একটি বার দেখার জন্য তোমার বাসার নিচে এসে! চাতক পাখীর মতো তোমার বারান্দার দিকে চেয়ে থাকি, আমি চাইনা তোমার মেসেজের অপেক্ষায় রাত-বিরেতে ফেসবুক স্ক্রল করতে থাকি;
আমি চাইনা আমার মন আর হাজার প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে ক্লা'ন্ত হয়ে পড়ুক, আমি চাই না আর যোগ - বিয়োগের নানা অংক ক'ষে ক'ষে হিসাব মিলাতে না পেরে, অ'স্থি'র হয়ে উঠি, আমি চাই না আর তোমার কথা ভেবে ভেবে রাতের পর রাত জে'গে কা'টি'য়ে ডি'প্রে'শ'নে ভু'গি, আমি চাই না তোমার দেওয়া মানসিক য'ন্ত্র'ণা'য় জড়জরিত হয়ে! আজও সবার মাঝে থেকে নিজেকে একলা করে-ই রাখি, আমি চাই না বি'শ্বা'স'ঘা'ত'ক'তা'র আ'গু'নে পু'ড়ে ছা'ই হয়ে যাওয়ার পরও সে-ই ছাই এ আবার কয়লা হয়ে জ্ব'লি;
আমি চাই না আর মা'য়া'র বশর্বতী হয়ে হ্যাং'লা'মি করে সব অ'ব'হে'লা, অ'প'মা'ন, অ'স'ম্মা'ন এমনকি কথার আ'ঘা'তও নীরবে নি'ভৃ'তে সয়ে থেকে যাই, আমি চাই না তোমার দুঃ'সা'হ'সী অভিনয় গুলো আমাকে সর্বদা হর্ণ করুক, আমি চাই না তোমার দেখানো মি'থ্যে স্বপ্ন গুলো আর আমার এগিয়ে চলা পথের বেড়ি হোক,
আমি চাই জীবন নামের বইটা থেকে তুমি নামক অধ্যায়টা পুরোপুরি ভাবে ছিঁ'ড়ে ফেলে দিতে, তাই
তোমার করা অ'ব'হে'লা, অ'প'মা'ন, আ'ঘা'ত সর্বপরি মা'য়া কা'টি'য়ে উঠার, আমার একটা তী'ব্র অ'সু'খ হোক;
আমি চাই আমিও তোমাকে সমান ভাবেই ভুলে যাই,
তী'ব্র ঘৃ'ণা'য় মুখ ফিরিয়ে নেই, আমার জীবন থেকে মুছে ফেলি তোমার অভিনীত সব স্মৃতি, হঠাৎ হঠাৎ তী'ব্র য'ন্ত্র'ণা'য় মস্তিষ্কের শিরা-উপশিরা গুলো ছিঁ'ড়ে যাওয়ার যে অ'স'হ'নী'য় য'ন্ত্র'ণা! সে য'ন্ত্র'ণা মু'ক্ত হই,
তাই আমি আজ নিজেকে নিজেই অ'ভি'শা'প দিচ্ছি-- আমার একটা ভু'লে যাওয়ার তী'ব্র অ'সু'খ হোক।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে