সম্পর্কে সম্মান এবং শ্রদ্ধাবোধ এমনি এমনি জন্মায় না। বিশ্বস্ততা, গুরুত্ব, ভালোবাসা এবং নির্ভরতার আশ্বাস থেকেই মূলত সম্পর্কে সম্মান এবং শ্রদ্ধাবোধ জন্মায়।
একটা মানুষের প্রতি আপনি যতটা সদয় হবেন, সেই মানুষটাকেও আপনার প্রতি একই ভাবে সদয় হতে হবে। তবেই তো সম্পর্ক সুন্দর।
আপনি কাউকে সবকিছুর চাইতে প্রায়োরেটি দিচ্ছেন বলেই যে সেও আপনাকে ঠিক একইভাবে প্রায়োরেটি দিবে, এমনটাও নয়। তবে সম্পর্ক সুন্দর করতে চাইলে, অবশ্যই পরস্পর পরস্পরকে সমান প্রায়োরেটি দিতে হয়।
যখন দু'জন দু'জনকে সমান ভাবে ভরসা করতে পারবেন, গুরুত্ব দিতে পারবেন, ভালোবাসতে পারবেন, ঠিক তখনই কেবল সম্পর্কে সম্মান ব্যাপারটা আপনাআপনি চলে আসবে।
মানুষ তার ব্যক্তিগত সম্পর্কের মানুষদের কাছ থেকে সামান্য একটু গুরুত্ব চায়। গুরুত্ব পেলেই মানুষের অভিযোগ করার কোনো কারণ থাকে না। আর যখন সে প্রায়োরেটি পায়, তখন সে সম্পর্কের প্রতি হয় শ্রদ্ধাশীল।
আপনি যতই উদাসীন মনা হোন না কেন, যখন দেখবেন একটা মানুষ আপনাকে সবকিছুর চাইতে বেশি প্রায়োরেটি দিচ্ছে, তখন আপনিও তার প্রতি যত্নবান হতে বাধ্য।
পরস্পরের মধ্যে এই বোঝাপড়ার বিষয়টা যত গাঢ় হবে, সম্পর্ক ঠিক তত বেশি মজবুত হতে থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।
১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে