সময়ের ব্যবধানে নাকি প্রায় প্রতিটি মানুষ'ই বদলে যায়! কিন্তু, আমি এ কথায় বিশ্বাসী নই। আমার কাছে মনে হয় সময়ের ব্যবধানে মানুষ বদলায় না, বদলে যায় এক জনের সাথে অন্যজনের সম্পর্কের ভীত'টুকু।
আজ যে আপনাকে কথা দিচ্ছে সারাজীবন পাশে থাকার! কাল সে মানুষটি'ই প্রয়োজন ফুরিয়ে গেলে ভাব ধরবে অচেনার, এটাই স্বাভাবিক চিত্র, কেউ কারো নয়।
এসেছি একা যাব একা...
মাঝখানে শুধু তোমার আমার আপন পরের এতো যোগ-বিয়োগের খেলা।
জীবনের ভালো সময়ে...
পরিজনের শেষ নাই।
দুঃ'খে'র সময় আপন জনেরাও অচেনা হয়ে রয়।
দিনশেষে সবাই একা, একাই চড়তে হবে শে'ষ গাড়িতে। টিকেট যে কে'টে রেখেছি, গাড়ি আসলেই উঠতে হবে। অ'পেক্ষা শুধু সময়ের।
তবুও ক্ষনিকের এই দে'হের ভালো ম'ন্দ নিয়ে, এতো যু'দ্ধ, কো'লাহল, নৈ'রা'জ্য, ঠ'কা'নো আর প্রিয় মানুষটিকে পোশাকের ন্যা'য় পরিবর্তন করা।
শেষ হিসাবের খাতায় তাই, প্রায় সবার'ই যোগের নয় বিয়োগের পাল্লাই ভারি হয়।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।
১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে