রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বিশ্ববিদ্যালয় রুপান্তরের দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশন পালন যাচ্ছেন, যা ইতোমধ্যে ২২ ঘণ্টায় পৌঁছেছে । অনশনের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে ৩ জনকে গুরুতর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শিক্ষার্থীদের দাবি দেশের অন্যতম বৃহৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এখনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়নি, যা তাদের উচ্চশিক্ষা ও একাডেমিক সুযোগসুবিধার পাওয়ার ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে সৃষ্টি করছে ।
গতকাল (বুধবার) বিকেল ৫টা থেকে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে অনশনে বসেন। আজ দুপুরে কলেজের উপাধ্যক্ষ শিপ্রা রানী আন্দোলনকারীদের অনশন স্থগিত করার অনুরোধ জানান এবং আশ্বাস দেন যে শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেবেন এবং তাদের দাবির পক্ষে আহ্বান জানান কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন ।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ ৪ শিক্ষার্থী হলেন- আমিনুল (২০-২১) শিক্ষাবর্ষ, রাশেদ (২১-২২) শিক্ষাবর্ষ রানা(২০-২১) শিক্ষাবর্ষ ,ইউসুফ(২০-২১) শিক্ষাবর্ষ ।
এমতবস্থায় তারা জানিয়েছেন যে আমরা মরতে প্রস্তুত, তবুও দাবি থেকে এক পা ও পিছপা হবো না ইনশাআল্লাহ জীবনের ত্যাগ তাদের বোধ্যগম্য নয় ৩৫ হাজার শিক্ষার্থী স্বপ্ন আমরা বৃথা যেতে দিবো না।
এদিকে, দীর্ঘ সময় আন্দোলনের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটলেও শিক্ষার্থীরা দাবি করছেন, তাদের ন্যায্য অধিকার আদায়ে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিবর্গ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেননি বা তাদের দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। শিক্ষার্থীরা বলছেন, তারা বাস্তবসম্মত সিদ্ধান্ত চান আর কোনো প্রতিশ্রুতি নয় ।
১৭ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৬ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৩২ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩৪ দিন ১৯ মিনিট আগে
৩৪ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৫ দিন ৫৮ মিনিট আগে