‘বিশ্ব ইজতেমার জন্য ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন , কলেজের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।
তিনি বলেন, ‘আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিলো। এতে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাই তাদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের জন্য রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।
‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি গত ২৮ বছরের। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর গঠিত সরকারের কাছে নতুন করে দাবি পূরণের আবদার করেছি। এজন্য যতগুলো মাধ্যম ছিলো সবগুলো মাধ্যমেই আমরা দাবি জানিয়েছি। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দেই। আজ অনশনের পঞ্চমদিনে এসেও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।’
বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করে আসছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার রাতে ‘তিতুমীর ঐক্য’র তরফে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয় যা এখন পর্যন্ত চলমান ।
১৭ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
২৬ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩১ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৩২ দিন ১৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩৪ দিন ১৯ মিনিট আগে
৩৪ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৫ দিন ৫৮ মিনিট আগে