যশোরের অভয়নগর থানা কতৃক বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া থানাধীন ১০ আসামিকে আটক করে অতঃপর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
অভয়নগর থানা সূত্রে জানা যায়, নওয়াপাড়া পৌরসভাস্থ মালেক সাহেবের বাড়ি হইতে বৌ-বাজার গামী শহীদ নজিবর সড়ক সংলগ্ন জমজম ভ্যারাইটিজ স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ০১। মেহেদী হাসান সাজু (২৯), পিতা- মহাসিন মোল্যা, সাং- বুইকারা (ড্রাইভারপাড়া), থানা- অভয়নগর, জেলা- যশোরকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর উপর হইতে আসামী ০২। মোঃ মামুন মোল্যা @ মজিদ মোল্যা (৪৫), পিতা- রাজা মোল্যা @ রজব আলী মোল্যা, মাতা- রহিমা বেগম, সাং- গুয়াখোলা (মজিবরের বাড়ীর পাশে), থানা- অভয়নগর, জেলা- যশোরকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ যশোর-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে ফেরীঘাট মোড়স্থ মেসার্ম হাসান ট্রেডার্সের সামনে হইতে আসামী ০৩। মোঃ মিরাজুল ইসলাম মিরাজ (৩১) পিতা- মৃত আঃ হক কবিরাজ, সাং- নর্থ বেঙ্গল (হাজ্বী হোসেন আলী শেখের বাড়ীর পাশে) থানা- অভয়নগর, জেলা- যশোরকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন ০৭নং শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামস্থ শুভরাড়া ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তার উপর হইতে আসামী ০৪। মোঃ শফিকুল শেখ (২৮) পিতা- মৃত গফুর শেখ, মাতা- ফরিদা বেগম, সাং- হিদিয়া পূর্বপাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোরকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার, অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাটি মধ্যপাড়া সাকিনের জনৈক নুর মোহাম্মদ (৫২) এর চায়ের দোকানের সামনের ফাঁকা জায়গায় হইতে টাকা দিয়া তাস দ্বারা জুয়া খেলার অপরাধে আসামী ০৫। মোঃ আরিফ হক (২৯) পিতা- মোঃ ইশারুল হক, ০৬। ইসরাইল হোসেন (১৯) পিতা- মোঃ তবিবুর রহমান, ০৭। মোঃ আঃ রহিম (৬০) পিতা- মৃত তোফাজ্জেল হোসেন, ০৮। মোঃ মহাসিন মোল্যা (৪০) পিতা- মৃত শহিদুল ইসলাম মোল্যা সর্ব সাং- সিরাজকাটি, থানা- অভয়নগর, জেলা- যশোরদের গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ও জুয়া আইনে পৃথক পৃথক ভাবে মামলা রুজু হয় এবং গ্রেফতারী ওয়ারেন্ট ০৯। জিআর নং- ২৬৩/২১ মূলে আসামী রুবেল শেখ, পিতা- সাহেব আলী, সাং- ধুলগ্রাম, থানা- অভয়নগর, জেলা- যশোর গ্রেফতারী ওয়ারেন্ট ১০। জিআর নং- ৪৩/২২ মূলে আসামী মৃদুল বিশ্বাস, পিতা- বিষ্ণপদ বিশ্বাস, সাং- সিদ্ধিপাশা, থানা- অভয়নগর, জেলা- যশোরদের গ্রেফতার করে সর্ব মোট ১০ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ০৫/০৭/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৬ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে