চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

ভৈরব নদীর তীরে অজ্ঞাত যুবকের মৃতদেহ সনাক্ত ও আসামী গ্রেফতার ২,

যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রাম এলাকায় ভৈরব ব্রীজের একটু দক্ষিনে সরিষা ক্ষেতের মধ্যে এক অজ্ঞাত যুবকের (২৫)লাশ উদ্ধার করেছে পুলিশ। 


গত রবিবার ১৫ই জানুয়ারী ২০২৩ এ ঘটনাটি ঘটেছে।জানা যায় -ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বিভিন্ন ইউনিট।প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত যুবকের মৃতদেহের সনাক্ত করার চেষ্টা করবেন। 

একপর্যায়ে মৃতদেহের পকেটে থাকা চিরকুট ( যাহাতে মোবাইল নম্বর ছিল) পাইয়া ওই মোবাইল নম্বারের ব্যক্তিকে ফোন দিয়া লাশের সনাক্ত করার চেষ্টা করবেন, প্রথমে তার সনাক্ত পরে সনাক্তকৃত ফরিদ এর পরিবারের লোকজনের মাধ্যমে সনাক্ত করা হয়।


আরো জানা যায়-পিতা মৃত- আফিল উদ্দিন গাজীর ছেলে -তার নাম ফরিদ গাজী (২৫),থানা- কয়রা, জেলা- খুলনা।


সে -শাহীমোড়, জেলেখা এর বাড়ীর ভাড়াটিয়া ফরিদ গাজী ছিলেন। থানা-অভয়নগর, জেলা-যশোর।


পুলিশের যাচাইকালে দেখা যায়, তার বিরুদ্ধে ১টি ধর্ষণ মামলাসহ একাধিক চুরি মামলা রয়েছে।


ঘটনা সংক্রান্তে অজ্ঞাত লোকের বিরুদ্ধে নিহতের ভাই ফারুক গাজীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানার মামলা নং-১৩, তাং- ১৬/০১/২০২৩, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।


ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে মাঠে নামে থানা ও ডিবি পুলিশ।


অভয়নগর থানার পুলিশ ও ডিবি যশোরের এলআইসি টিম আজ সোমবার ১৬ই জানুয়ারি তে বিভিন্ন জায়গায় অভিযান শেষে আসামীদের সনাক্ত পূর্বক বেলা ৩টা৪৫ মিনিটের সময় অভয়নগর উপজেলার নর্থ বেঙ্গল সাকিনে অভিযান পরিচালনা করে জড়িত ২ জনকে আটক করে তাদের স্বীকারোক্তি মতে হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করেন। 


এসময় ঘটনাস্থল পরিদর্শণ বিভিন্ন তদন্ত কার্যক্রম করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ফরিদ ও আসামী শান্ত জেল হাজত থেকে পরিচিত হয়।পরে ফরিদের ডাকে নড়াইল থেকে শান্ত ও সাকিব কাজের সন্ধানে অভয়নগর আসে।


নর্থ বেঙ্গলে একটি বাসার একটা কক্ষ ভাড়া নিয়ে সেখানে গত ২২/১২/২০২২ তারিখ হতে বসবাস করে। 


জাহাজের স্কট পার্টি হিসেবে কাজে নিয়োজিত থাকতো। স্কট পার্টি হিসেবে দায়িত্ব পালন করে যে টাকা উপার্জন করেছিল সে টাকা শান্ত ও সাকিবের হাতে না দিয়ে ফরিদ তাদেরকে হোটেলে খাওয়া দাওয়া কথা বলে কেটে নেয়।


পরে সেই টাকা চাইতে গেলে ফরিদ উল্টো তাদের উপর চড়াও হয় এবং ফরিদের দেওয়া শীতবস্ত্র পরিধান করায় প্রতিদিন ২০০/- টাকা করে চায়।


এই নিয়ে বাকবিতন্ডা হয়। ফরিদ কাজের অবসরে বিভিন্ন সময় ছিসকা চুরি করতো । একপর্যায়ে আসামী শান্ত ও সাকিব সেলু মেশিন চুরি করার প্রলোভন দেখিয়ে খেয়াঘাট পার হয়ে ব্রীজের কাছে সরিষা ক্ষেতে নিয়া গলা চাকু দ্বারা পোচ দিয়ে জবাই করে।


ও হত্যা করে লাশ ফেলে দিয়ে হত্যাকাজে ব্যবহৃত চাকু বেঙ্গল টেক্সাটাইল মিলের ওয়ালের পাশে পুতে রাখে ও রক্তমাখা কাপড় ভৈরব নদীতে ফেলে দেয়।


আসামীদের নাম ও ঠিকানা -শান্ত (২১)পিতা- সাখাওয়াত মোল্যা,/সাকিব মোল্যা (২১)পিতা- ছবুর মোল্যা, গ্রাম -যদুনাথপুর, উপজেলা নড়াইল, জেলা-ও নড়াইল।

Tag
আরও খবর