যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী ৩নং ওয়ার্ডের উলু বটতলা নামক এলাকার বিলের মধ্যে একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
৩ মার্চ শুক্রবার আনুমানিক বেলা ১১ টার সময় ধোপাদী গ্রামের ঘের মালিক আজিজুর রহমান সরদার ঘেরে খাবার দিতে গিয়ে হঠাৎ লাশটি দেখতে পান। লাশটি দেখে আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে, তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে, একে একে সংবাদ পেয়ে লোকজন অজ্ঞাত লাশ টি দেখার জন্য বহু মানুষ ভিড় জমাতে থাকে, এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন। অভয়নগর থানা পুলিশ সংবাদ পেয়ে মাছের ঘের এলাকায় আসেন সেখান থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সংবাদ পেয়ে যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা ঐ অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে আসেন। এলাকার কেউ অজ্ঞতা ব্যক্তির চিনতে পারিনি বলে জানান।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত একজনের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
১ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
২৭ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে