যদি করি সেচ্ছায় রক্তদান, বাঁচবে রোগী বাঁচবে প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছায় রক্তদানের সংগঠন যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন ব্লাড ব্যাংক এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১৭ ই এপ্রিল বুধবার উপজেলার পাঠান পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মোঃ রায়হান উদ্দিন, জয় দাস, প্রান্ত দাস, মহামিন, ইউসুফ, আবু মুসা, রাকিব, মেহেদী, নাছিম, সিফায়েত, মাহাসিন, আসিফ সহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের শিক্ষক শিক্ষার্থী শ্রমজীবি মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনটির প্রতিষ্ঠাতা রায়হান উদ্দিন বলেন, ষষ্ঠতম ইভেন এর মাধ্যমে রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন মানুষ কে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।
২ নং বন্দবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সবদুল হোসেন খান বলেন,‘যে রক্ত দিতে পারে তার আনুগত্য বা বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করা যায় না। রক্তদান খুব কঠিনতম একটা কাজ। যে কখনও রক্তদান করেনি সে এটা উপলব্ধি করতে পারবে না। তোমরা নিঃসন্দেহে একটা ভালো কাজ করছো। আর রক্তদানের মাধ্যমে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। আর এই ভালো সম্পর্কটা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।’
১৭ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৩ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৫ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৪১ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৪২ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৯ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৫৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৫ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে