৯ নভেম্বর শনিবার সকাল ১০.৩০ মিনিটে বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসার মিলনায়তন কক্ষে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাঃ ডা: অন্তরা হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা পরিদর্শকঃ ড. ফখরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা। সাংবাদিক সাব্বির আহমেদের সঞ্চালনায় এ সময় অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, উপজেলা বিএনপি র যুগ্ম আহবায়ক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা মঞ্জুর খান, বিশিষ্ট ব্যবসায়িক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা আশিকুল ইসলাম আজাদ, এ্যাড তারিকুল ইসলাম, ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও সাংবাদিক মোঃ জাকির হোসেন ও বানারীপাড়া উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব চোকদার বানারীপাড়া ব্লাড ব্যাংকের আয়োজনে পরিচিতি সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ফজলে রাব্বি হৃদয়, বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মাইদুল ইসলাম রনি, সভাপতি রাহাত ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মারুফ ,সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ তাসলিম খান, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি কামরুল ইসলাম, হাসিবুল ইসলাম যুব, রাইসুল ইসলাম শান্ত, সুমন, আরিফ চৈতি নাজনীন আক্তার, ফাতেমা ইসলাম পুতুল, রিয়া আক্তার।