বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালিটি উপজেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, সমতা এবং নেতৃত্বে তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়জিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও কালজয়ী নারীরা।
প্রধান অতিথির বক্তব্যে বায়জিদুর রহমান বলেন, নারীর অগ্রযাত্রায় প্রশাসন ও সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। নারী-একটি শব্দ,যা শক্তি,সংগ্রাম,ভালোবাসা ও সম্ভাবনার প্রতিচ্ছবি। প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়, যার মূল উদ্দেশ্য হলো নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমান অধিকারের জন্য সচেতনতা সৃষ্টি করা। নারীর প্রতি সম্মান, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারি বলেও তিনি উল্লেখ করেন।
৫ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৩১ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে