বরিশালের বানারীপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে বানারীপাড়ার প্রধান প্রধান সড়ক গুলোতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন শোষণ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলো এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩শে নভেম্বর শনিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাসদের উপজেলা সভাপতি শ্যামল চন্দ্র মিত্রের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ বাদল খাঁন।
তিনি বলেন, ১৯৭২ সালের পর থেকে শেখ মুজিব জনগনের উপর শোষণ,নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে বিকল করার চেষ্টা করেছে। যা অনুসরণ করে পরবর্তীতে হত্যা,ঘুম,খুন,লুটের মধ্যে দিয়ে বাস্তবায়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ। ছাত্রজনতার গনহত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঞ্জুর আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সরকারকে দেশ সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচন দানে সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশ জাসদ। এছাড়া আন্দোলন, সংগ্রামের ধারাবাহিকতায় দীর্ঘ ৫২ বছর দলটির শ্রেণীহীন , শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক কৃষক ও শোষিত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ জাসদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, বরিশাল জেলা জাসদের সাধারণ সম্পাদক সানাউল হক সানা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পার্থ দেব মন্ডল, বাংলাদেশ জাসদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মনতোষ সিকদার, বানারীপাড়া পৌর জাসদের সভাপতি হিরু আহমেদ, উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সমিরন ঘরামী, সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজ, যুব জোট নেতা মিরাজ আহমেদ, উপজেলা প্রচার সম্পাদক জাকির হোসেন, জিলন ফরাজীসহ অসংখ্য নেতাকর্মী।