বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার (১৬ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল,সাঁতার প্রতিযোগিতা,পাতিল ভাঙ্গা,ফুটবল খেলা, হাঁস ধরা,ব্যাডমিন্টন প্রতিযোগীতা।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতার সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার-ক্রীড়া সম্পাদক ও বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক মোশাহিদ মিয়া।
সন্ধ্যার পর উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ রেজাউল মোহিত খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও নির্বাহী সদস্য রবিউল আলম রবির যৌথ সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন,৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন,৪নং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান,সহসভাপতি সাবাজ মিয়া,সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরি কমিটির সদস্য মাওলানা আব্দুল মুকিত,মাহির মিয়াসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপসম্পাদক রায়হান উদ্দিন সুমন,দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া, ইংরেজী দৈনিক দ্য কান্ট্রিটুডে পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ লিলু, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর প্রমুখ।
ব্যাডমিন্টন ফাইনাল খেলায় পরিচালনায় ছিলেন পলাশ চন্দ্র শীল,শফিউর রহমান ও মোস্তাকিম মিয়া।
১৬ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২৬ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫১ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৫১ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৫৬ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে