বরিশাল নগরীতে ছোট যানবহন গুলোতে নির্ধারিত ভাড়া না থাকার কারনে সাধারন পথ যাত্রীদের জিম্মি করে তাদের কাজ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে অটোরিকশা চালকরা, ভোগান্তিতে পরছে সাধারন পথ যাত্রী শুরু করে দুরদুরান্ত থেকে আসা যাত্রীরাও।ঢাকা থেকে আসা এক যাত্রী মফিজুল হক বলেন ভোর ৬ টা লঞ্চ থেকে নেমে রুপাতলী বাস ষ্টান্ড যাওয়ার উদ্দেশে অটোতে উঠি ,তখন, অটোচালক বলেন ভাই ভাড়া দিতে হবে ১৫০ টাকা তখন যাত্রী মফিজুল বলেন ভাই ১৫ টাকার ভাড়া দেড়শত টাকা কেন আমি তো আর বরিশাল নতুন আসি নাই আমার জন্মেও শুনি নাই যে লঞ্চঘাট থেকে রুপাতলী ভাড়া দেরশত টাকা, তখন অটোচালক ক্ষিপ্ত হয়ে যাত্রীকে গলাধাক্কা দেয় তকন এক সাংবাদিককে দেখে থেমে যায়। শহরের প্রতিটা অলিগলিতে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে কিন্তুএ নিয়ে কোন প্রশাসনের মাথা ব্যাথা নেই, জানা যায় বরিশাল নগরীতে অবৈধ অটোরিকশা লাইন্সের বিহীন কযেক হাজার অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহরের প্রতিটা অলিগলিতে রুপাতলী থেকে নথুল্লাবাদ ভারা ১০ টার পরির্বতে ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা, লঞ্চঘাট থেকে রুপাতলী ১০ টাকার ভাড়ার পপরির্বতে ভাড়া নেয় ২০ টাকা,আবার অচেনা যাত্রীদের কাজ থেকে বেশিও নেয়, আরো শহরের বিভিন্ন অলিগলি সড়ক ভিতরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এক সাংবাদিকের জবাবে আটোচালক বলেন আমাদের কাজ থেকে চাদা নেওয়া হয়, সেই কারনে আমরা ভাড়া যাত্রীদের কাজ থেকে বেশি আদায় করি,কে বা কার চাদা নেয় কারো নাম বলেনি এই অটোচালক এমন কি নিজের নামটাও না বলে পালিয়ে যায় এই অটোচালক ।
৬৫ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৬ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮৩ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮৩ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮৫ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১১ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১১১ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৮ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে