ফরিদপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী ও পুলিশের উপর হামলা,গাড়ী ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে মধুখালী উপজেলা পরিষদ,কর্মচারী কল্যাণ ক্লাব ও মধুখালী ক্রিকেট এসোসিয়েশন।
সোমবার (৮ মে) দুপুরে মধুখালী উপজেলা সামনে মানববন্ধন কর্মসূচী পালন কালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরা,উপজেলা কল্যাণ পরিষদের সভাপতি শাহ মোঃ রফিকুল,সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের,উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোঃ রফিকুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলার কর্মকর্তা -কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার দুপুরে ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চন্দ্রপাড়া এলাকায় আশ্রয়ন প্রকল্প নির্মান করার জায়গা জমি সংক্রান্ত পরিদর্শন ঘটনায় স্হানীয় জনগণ নির্বাহী অফিসার ও পুলিশের উপর হামলা চালায়। হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়।ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান তপন সহ আরো তিনজন কে আটক করে।আজ সোমবার আদালত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান কে ২ দিন ও বাকি ৩ জন আসামীকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বলে জানাযায় মামলার তদন্তকারী কর্মকর্তার সূত্রে।
২ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৬২ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬৭ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
২০৭ দিন ৫৭ মিনিট আগে