গত ১৪ই নভেম্বর ২০২৪ইং তারিখে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরী আশ্রয়ণ প্রকল্পে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অন্তগত রিইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ-প্রকল্পের আওতায় একটি উঠান আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা ফিল্ড অর্গানাইজার পার্থ কুমার দাস। উঠান বৈঠক এ সহযোগিতা করেন অত্র ইউনিয়নের ভলান্টিয়ারগণ।
বাংলাদেশ সরকারের অসাধারণ উদ্যোগ হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থানের ব্যবস্থা করা। যা আশ্রয়ণ প্রকল্প নামে পরিচিত। এসব আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে নানা ধরনের প্রতিবন্ধকতা এখনও রয়েছে। এর মধ্যে তাদের কর্মসংস্থান অথবা আয়ের জন্য বিদেশে যাওয়ার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। পরিলক্ষিত যে, বিদেশে যেতে নারীদের কোনো অভিবাসন খরচ নাই বললেই চলে। সেহেতু এসব গুচ্ছ গ্রাম থেকে নারীদের নিয়ম বহির্ভূত বিদেশে যাওয়ার প্রবণতাও অনেক বেশি। এসব আশ্রয়ণ প্রকল্পে এজন্য বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে নারীদের ফেরত আসার হারও দিন দিন বাড়ছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ফরিদপুর এমআরএসসি থেকে এসব আশ্রয়ন প্রকল্পে বিদেশ যাওয়ার আগের নিয়ম, কি কি সিদ্ধান্ত নিতে হবে এবং বিদেশ থেকে ফেরত এসে একজন নারী-পুরুষের কি করা উচিত সে সম্পর্কে উঠান বৈঠক আয়োজনের মাধ্যমে তাদেরকে অভিবাসন বিষয়ে সচেতন করার উদ্যোগ চলমান রয়েছে বলে জানান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
৬০ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪৫ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৬২ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬২ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১৬৫ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২০৫ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে