তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

ফরিদপুরের ৬০ পরিবারের সম্প্রীতির শপথ



ফরিদপুরে দীর্ঘ আট বছর ধরে দুইদল গ্রামবাসীর মধ্যে  রক্তক্ষয়ী সংঘর্ষে একটি হত্যা মামলাসহ সবমিলিয়ে ৪০টি মালমা হয়েছে। যার আসামি গ্রামের কয়েকশত বাসিন্দা।


৬০টি পরিবার এখনো গ্রামছাড়া। তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ শুরু হলে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ফসল লুণ্ঠন ছিল নিত্যদিনের ব্যাপার।

এমন ভয়ংকর পরিস্থিতি নিরসনে অবশেষে 'আর সংঘাত নয়, শান্তি চাই' এই বলে মিলেমিশে বসবাস করার প্রতিশ্রুতি ও শপথ নিয়েছেন বিধ্যমান দুই পক্ষের কয়েকশ মানুষ।


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামে এর মাধ্যমে প্রায় আট বছর ধরে দুই পক্ষের চলমান দ্বন্দ্বের অবসান হয়ে শান্তি ফিরে আসবে বলে আশা সবার।


 

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভ্যান্নাতলা বাজারে দুই পক্ষের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।  


এসময় বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের, পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, বুরাইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, বোয়ালমারী জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, আলফাডাঙ্গা উপজেলার যুব লীগের সাবেক সভাপতি আহসানুদ্দৌলা রানা, গোলাম রসুল প্রমুখ।




সূত্রে জানা গেছে, যোগিবরাট গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মাঝে মধ্যে  রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পাঁচুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমিনুর রহমান। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি সদস্য এস এম হাবিবুর রহমান হবি মেম্বার, হেমায়েত শেখ, শাহীন মোল্যা প্রমুখ। নতুন করে দ্বন্দ্ব-সংঘাত ছাড়াই গ্রামবাসীর মধ্যে বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে।


একটি গ্রুপের নেতৃত্ব দানকারী ইউপি সদস্য মোঃ আমিনুর রহমান বলেন, গ্রামটিতে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত অবসান হওয়ায় আমরা আনন্দিত। আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বসবাস করতে অঙ্গিকারাবদ্ধ হয়েছি। আশা করি এই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।  


শাহীন মোল্যা বলেন, আমরা আর বিরোধ চাই না, শান্তিতে সবাই মিলে বসবাস করতে চাই। আজকের পর থেকে যোগিবরাট গ্রাম হবে শান্তি প্রতিষ্ঠায় উপজেলার মধ্যে রোল মডেল।  


পাঁচুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান সরদার বলেন,দীর্ঘ বছর ধরে চলা বিরোধ মিটাতে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় উপজেলা চেয়ারম্যান, ওসি সাহেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আজ একটি সুষ্ঠু সমাধান করে দেওয়া হয়েছে। আশা রাখি ভবিষ্যতে তারা আর দ্বন্দ্ব সংঘাতে জড়াবে না।


আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের বলেন, শান্তি শৃঙ্খলা ফেরাতে যুগিবরাট গ্রামের দুই পক্ষের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন সৃষ্টির লক্ষ্যে স্থানীয়দের নিয়ে কাজ করেছি। তারা শপথ করেছে দ্বন্দ্ব সংঘাত অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ফের যদি কোনো পক্ষ দ্বন্দ্ব সংঘাতে জড়ায় তাহলে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  


আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, আমরা সবাই শান্তি চাই। বিবদমান দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে। আমি আশাবাদী তারা শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে।

আরও খবর