ফরিদপুরের ভাঙ্গায় কিস্তির টাকা না দিতে পারায় স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে কীটনাশক পান করে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল এলাকার মৃত কুটি মিয়া ব্যাপারীর পুত্র ইউসুফ ব্যাপারী (৬০)
সোমবার (২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে কীটনাশক পান করে। পরবর্তীতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সন্ধ্যা ৬ টার সময় মৃত্যু বরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা কিস্তির লোক বাড়িতে এসে কিস্তির টাকা চান কিন্ত কিস্তির টাকা দিতে না পারায় ইউসুফ ব্যাপারীর (৬০) স্ত্রী রাগ হন। পরবর্তীতে স্ত্রীর সঙ্গে কিস্তির টাকা নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে সে মনের দুঃখে বিকাল পাঁচটার সময় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির সবাই টের পেয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন, স্বামী স্ত্রীর মধ্য কিস্তির টাকা নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে বিকাল বেলা কীটনাশক পান করে । বাড়ির লোকজন টের পেয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
২ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৬২ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৭ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে