ফরিদপুরের ভাংগা উপজেলার নূরপুর বকুল তলায় আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে নূরপুর বকুল তলায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ভাংগা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আব্দুল হাই মাতুব্বরের সভাপতিত্বে, শ্রমিক লীগের সভাপতি জিতু মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর -৪ আসনের সাবেক এমপি কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয় সম্পাদক বাবু দীপক মজুমদার,ভাংগা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার,সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,পৌর শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মীরু মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ,যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীন,অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর আলম,শ্রমিক নেত কামরুল হাসান,আওয়ামীলীগ নেতা টিপু মির্জা, ছাত্র লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান,পৌর যুবলীগের সভাপতি জাকারিয়া মাতুব্বর, কৃষক লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন,কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবির মুন্সী মোল্লা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ,স্থানীয় গন্যমান্য ও ভাংগা উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময়ে বিরোধী শিবির থেকে আসা অসংখ্য নেতা কর্মি কাজী জাফর উল্লাহ প্রতি আস্তা রেখে নৌকার পক্ষে কাজ করার জন্য আওয়ামীলীগে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।উন্নয়নের ধারা অব্যহত রাখতে জামাত বিএনপির ষড়যন্ত্র রুগতে শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।আপনারা খাল কেটে কুমির এনেছে এবার সুযোগ এসেছে সেই কুমির তাড়াবার। তানাহলে আগামীতে আপনাদের মেয়ে বিয়ে দিতে গেলেও চান্দা দিতে হবে মনে রাখবেন ভাইয়েরা। আপনাদের সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন।
২ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৬২ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৭ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে