ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুর্ঘটনায় ২ যুবক আত্মহত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত করেন।
নিহত একজন যুবক ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের শেখ আইয়ুব আলীর ছেলে সাইমুল শেখ(২২) ও আরেক যুবক আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের মকবুল বেপারীর ছেলে আলমগীর বেপারী(২৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সাইমুল একজন ভ্যানচালক, অভাবের সংসার কিস্তির টাকা দ্বারে দ্বারে ঘুরেও জোগাড় করতে না পেরে মনের দুঃখে বেলা ১১ টার দিকে সে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাইমুলের ১৫ দিনের এক পুত্র সন্তান রয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় সাইমুলের লাশ দাফন করেছেন পরিবার।
এদিকে নিহত আলমগীর বেপারী একজন রং মিস্ত্রি। সে দীর্ঘদিন ধরে তার সুমুন্দির স্ত্রী সাজেদার সঙ্গে পরকীয়া জড়িয়ে যায়। তার জেরে আত্মহত্যার পথ বেছে নিল যুবক। নিহত আলমগীর তার সুমন্দির স্ত্রীকে পেতে ১৫ দিন আগেও বিষ পান করেছিল। সেই যাত্রায় বেঁচে গেলেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে বলে এলাকাবাসী জানান। এই যাত্রায় তিনি আর বাঁচতে পারল না। রংমিস্ত্রি আলমগীর ও তার সুমুন্দির স্ত্রী সাজেদা বেগম এরা মনসুরাবাদ সরকারি আশ্রয়ন প্রকল্পে পাশাপাশি ঘর পেয়েছেন সাজেদার স্বামী ওদুদ মাতূব্বর ঢাকায় ফেরি করেন । সেই সুযোগে এরা পরকীয়ায় জড়িয়ে পড়ে।
আলমগীর সাজেদাকে না পেয়ে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ।
এ ঘটনায় আলমগীরের আত্মীয়-স্বজন সাজেদা বেগম(২৫)কে আলমগীরের গ্রামের বাড়িতে সোনাখোলায় নিয়ে বেধেঁ রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সাজেদার বাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে।
এ ঘটনায় পুলিশের তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল জানান, পরকীয়ার জেরে আলমগীর আত্মহত্যা করেছে, এ বিষয়ে আমিও শুনেছি মহিলাটিকে আটক রেখেছে। আমি ওই এলাকার চৌকিদারের মাধ্যমে খবর নিচ্ছি এবং আইনি ব্যবস্থা নিতে চেষ্টা করছি।
২ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৬২ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৭ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে