ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৩নং হামিরদী ইউনিয়নে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঝড়ের তাণ্ডবের আঘাতে ছোট হামিরদী শতাধিক বাড়িঘর ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় ঘরে নিচের পড়ে একজনের মৃত্যু খবর পাওয়া যায় গেছে।
এলাকার সূত্রে জানা যায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব যখন চলে তখন ঝর্ণা বেগম ঘরের মধ্যেই তিনি একা চৌকিতে ঘুমিয়ে ছিলেন। ঝড়ের তাণ্ডবে ২মিনিটে ঐ এলাকা শতাধিক বাড়ির ঘর ভেঙে পড়েছে ও ব্যাপক গাছপালা ভেঙে যায়।মৃত্যু ঝর্না বেগমের ৮ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে।তার স্বামীর নাম শাহাবুদ্দিন। ঝড়ের সময় ঘরের নিচেঁ পড়ে তার মৃত্যু হয়।
আরো খবর পাওয়া গেছে, ঝড়ের তাণ্ডবে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটিসহ রাস্তার উপর গাছপালা ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে মাদারীপুর ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়।পরে ভাঙ্গার থানা পুলিশ খবর পেয়ে একটি বিশেষ টিম ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতেই ছুটে যান ঘটনাস্থলে, সেখানে গিয়ে অনেক চেষ্টা করে বৃষ্টিতে ভিজে বাতাস উপেক্ষা করে গাছপালা কেটে রাতে রাস্তা চালু করে দেওয়ার ব্যবস্হা করেন।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃজিয়ারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহাসড়কে উপর রাস্তার গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছে। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে রাস্তার উপর গাছপালা কেটে পরিষ্কার করে রাস্তা চালু করে দেওয়া হয়েছে।
২ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৬২ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬৭ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০৭ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে