দ্রুতগামী চাকলাদার পরিবহনের একটি বাস সড়কে পিসে মারলো এক বৃদ্বাকে। রবিবার বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মুনসুরাবাস গ্রামের মৃত খালেক শেকের পুত্র রোকন উদ্দিন শেখ (৬৮)। এ ঘটনার পর স্থানীয় জনতা আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী চাকলাদার পরিবহনের একটা বাস(যশোর-ব-১১- ০২৪৬) রং সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকা রোকন শেখকে সড়কে পিসে মেরে পালিয়ে যায় । পরে স্থানীয় জনতা মটর সাইকেল নিয়ে ধাওয়া করে এবং পুলিশের সহায়তায় ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে বাসটিকে আটক করে। পরে বাসটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায় । ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ খায়রুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে চাকলাদার পরিবহনকে আটক করি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।
২ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৬২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬৭ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০৭ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে