ফরিদপুরের ভাংগা উপজেলা মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে পুকুরিয়া বাস বাসস্টান্ড আদমপুর গ্রামের ইমদাদ কাজীর বসতবাড়ীর উঠান থেকে মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নেয়। পরে গোপন সংবাদ ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এস আই(নিঃ)। আব্দুল হক এর নেতৃত্বে এএসআই নিঃ)। ফারুক হোসেন সহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান করে ৮৫ পুরিয়া অর্থাৎ ৯ গ্রাম হেরোইন উদ্ধার সহ ৫ জন কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়,মাদক ব্যবসায়ী গভী রাতে মাদক বিক্রিয় করার জন্য অবস্থান নেয় ইমদাদ কাজীর বসতবাড়ীর উঠানে। এমন গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৫ পুরিয়া হেরোইন সহ ৫ জন মাদক কারবারি কে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন,, আদমপুর গ্রামের মৃত কাজী বজলুর রহমানের পুত্র কাজী ইমদাদ (৪০) ও সাং-খাকান্দা নাজিরপুর গ্রামের আকতারুজ্জামানের পুত্র মুশফিকুর রহমান(২১) মানিকদহ গ্রামের ওদুদ মোল্লা পুত্র বাকির মোল্লা (২৪) সাং-মানিকদহ গুচ্ছ গ্রামের মৃত্যু মোকলেছ শেখের পুত্র মইন শেখ(২৩) মৃধাকান্দা গ্রামের হারুন মিয়ার পুত্র অনিক মোল্লা (২৪)।
এসআই(নিঃ)। আব্দুল হক বলেন,গোপন সংবাদ ভিত্তিতে গভী রাতে অর্থাৎ ২ টার দিকে পুকুরিয়া বাস বাসস্টান্ড ভাঙ্গা থানাধীন আদমপুর গ্রামের ইমদাদ কাজীর বসতবাড়ীর উঠানে মাদক ব্যবসায়ী মাদক বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান নেয় একটি চক্র। এবিষয় সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পকেটের মধ্যে থেকে ৮৫ পুরিয়া অর্থাৎ ৯ গ্রাম হেরোইন উদ্ধার সহ ৫ জন কে আটক করি। এদেরকে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬/১ এর সারনির ৮(খ) /৪১ ধারার অপরাধে একটি মামলা রুজু করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
২ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৬২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে
১৪৭ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬৭ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০৭ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে