লালপুরে মসজিদের ডিজিটালসাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত আশাশুনির বিছটে খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত ,হাজার হাজার পিরবার ঘর ছাড়া গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক

ভাঙ্গায় নির্মাণাধীন রাস্তার উপর ঘর উত্তোলন,জনদুর্ভোগ চরমে



ফরিদপুরের ভাঙ্গায় রাস্তার কাজ বন্ধ করে দোকানঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। ঘটনাটি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা বেলতলা আঞ্চলিক সড়কের। 


সরজমিনে গিয়ে দেখাযায় উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বেলতলা থেকে একটি সড়কের কাপেটিং এর কাজ চলমান রয়েছে। হঠাৎই সড়কের উপর নির্মাণ করা হয় দুটি দোকান ঘর।  এতে চরম ভোগান্তীর শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। 


প্রতিদিন বিভিন্ন মালামাল পরিবহন সহ হাজার হাজার মানুষ যাতায়াতে করেন এই সড়কের উপর দিয়ে। এখন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব মানুষদের।


এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় এই সড়কের কাজ স্বাধীনতার পর পরই স্থনীয় ইউপি সদস্য প্রথম মাটি ভরাট করেন। এরপর সাবেক চেয়ারম্যান এই রাস্তাটি এইচবিবি তে উন্নত করেন। এরপর কিছুদিন আগে এই সড়কটি কারাপেটিং করার কাজ পায় একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কার্যাদেশ পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠান বালুভরাট সহ রাস্তাটিতে খোয়া ফেলেন। এখন সড়কটির মুখেই এই রকম দোকান ঘর নির্মাণ করায় রাস্তার কাজের ট্রাক ঢুকতে না পারায় রাস্তার কাজ বন্ধ রয়েছে।


তোফাজ্জেল হোসেন গিয়াস গং সড়কের উপর ঘর নির্মাণ করেছেন কেন জানতে চাইলে এই প্রতিবেদককে জানান, তাদের মালিকানাধীন জমির উপর সড়ক তাই দোকান ঘর নির্মাণ করেছি। পাশেই খাদ রয়েছে সেটা সরকারি জমি সেখানে রাস্তা নির্মাণ করুক।


এই বিষয়ে স্থানীয় শামিম সেক জানান, আমাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। রাস্তার উপর এই ভাবে ঘর উত্তোলন ঠিক হয়নি। তবে আমরা চাই পাশে যেহেতু সরকারি জমি রয়েছে সেখান দিয়েই রাস্তা নির্মাণ হোক।


এই বিষয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর ইসলাম (সাহাবুর) জানান, মীরাকান্দা বেলতলা ধর্মদী রহিম শেখের বাড়ি পর্যন্ত কার্পেটিং এর কাজ চলমান। আমি  জানতে পারি মীরাকন্দা বেলাতলা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এই রাস্তাটি প্রায় পঞ্চাশ বছর ধরে এই নির্মাণ করা হয়েছে।  রাস্তাটির শুরুতেই পাশের মসজিদ ও ব্যাক্তি মালীকানা জমি মাপামাপিতে দেখাযাচ্ছে রাস্তার প্রায় ৫০ পার্সেন্ট ব্যাক্তিমালীকানা। পাশেই সরকারী হালোট রয়েছে প্রায় ১৬ ফিট। এই রাস্তা যখন নির্মাণ হবে তখন তো ব্যক্তি মালিকানাধীন জমি ফেরত পাবেন রাস্তা তো সরকারি জায়গা দিয়েই যাবে। কিন্ত হঠাৎই রাস্তা বন্ধ করে দোকানঘর উত্তোলনের ফলে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এই কাজ টি ভালো হয়নি। এছাড়াও জানতে পারি রাস্তায় গর্ত করে রেখেছে আমি বলে রাস্তা ভরাট করিয়েছি।


এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর